ঘটনাস্থলের দৃশ্য (ছবিঃX)

নয়াদিল্লিঃ মধ্যরাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh)আমেঠিতে(Amethi) রেল দুর্ঘটনা(Rail Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে ক্রসিং ভেঙে পণ্যবাহী ট্রেনে ধাক্কা মারল ট্রাক। গুরুতর জখম ট্রাক চালক। সোমবার রাত ২.৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে আমেঠির অযোধ্যা-রায়বরেলি রেলওয়ে ক্রসিং-এ। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ক্রসিং ভেঙে রেললাইনে উঠে পড়ে ট্রাকটি। ফলে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে ট্রাকটি। আহত চালককে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরপ্রদেশে ভয়াবহ রেল দুর্ঘটনা

লখনউ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার সচিন্দর মোহন শর্মা জানান, ঘটনাটি ঘটেছে সোমবার রাত ২.৩০ নাগাদ। সেই সময় খোলা ছিল ক্রসিং। আর ক্রসিং খোলা দেখে তীব্র গতিতে ঢুকে পড়ে ট্রাকটি। সেই সময় ক্রসিং গেটে উপস্থিত ছিলেন না গার্ড। ফলে অপর দিক থেকে ট্রেন ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে আহত চালক সোনু চৌধুরী (২৮) কে জগদীশপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে, জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের জেরে মৃত্যুশয্যায় চালক