নয়াদিল্লিঃ রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই (Mumbai)। বৃষ্টি মাথায় করেই মুম্বইয়ের বেলাপুর স্টেশন (Belapur station) থেকে থানের উদ্দেশে যাচ্ছিলেন এক মহিলা। দুর্ঘটনার কবলে পড়ে হারালেন দুই পা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বেলাপুর স্টেশনে। ট্রেনে (Train) উঠতে গিয়ে ভিড়ের মধ্যে পা ফসকে রেললাইনে (Railway Track) পড়ে যান। এরপরই স্টেশনে উপস্থিত সহযাত্রী এবং নিরাপত্তা কর্মীরা এমারজেন্সি অ্যালার্ম বাজাতেই দাঁড়িয়ে যায় ট্রেন। লাইন থেকে উদ্ধার করা হয় আহত মহিলাকে। পা থেকে গলগল করে রক্ত বের হতে থাকে। কান্নায় ছটপট করতে থাকেন তিনি। পুলিশ তাঁকে উদ্ধার করে দেখেন দু'পা কাটা গিয়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহত মহিলাকে। প্রসঙ্গত, গতকাল রাত থেকে বৃষ্টিতে বানভাসী মুম্বই। রাত ১ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত মুম্বইয়ে ৩৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখনও বেশকিছু অংশে বৃষ্টি পড়েই চলেছে। ভারী বৃষ্টির জেরে জল দাঁড়িয়ে গিয়েছে রেললাইনে। যার ফলে ব্যাহত রেল পরিষেবা। সঠিক সময়ে চলছে না ট্রেন। বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন। ফলে স্বাভাবিকভাবেই স্টেশনগুলিতে ভিড় জমেছে। বেলাপুর স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে এই ট্রেনটি পেয়েছিলেন ওই মহিলা। ভিড় ঠেলে উঠতে গিয়েই এই বিপদ ঘটে।
Mumbai Woman Survives After Local Train Runs Over Her, Loses Both Legs https://t.co/mg05gzQZgZ pic.twitter.com/QUeI6XF0VX
— NDTV (@ndtv) July 8, 2024