কলকাতাঃ চব্বিশের লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) অন্যতম কেন্দ্র হল রায়গঞ্জ (Raiganj)। এই জেলাটি উত্তরবঙ্গে অবস্থিত। মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এই লোকসভা। যার মধ্যে রয়েছে কালিয়াগঞ্জ,চাকুলিয়া,হেমতাবাদ,ইসলামপুর, গোয়ালপোখর,রায়গঞ্জ ও করনদিঘি। এ বারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে এই আসনে দাঁড়িয়েছেন কল্যাণী কৃষ্ণ (Krishna Kalayni)। বিজেপির (BJP) হয়ে লড়ছেন কার্তিক চন্দ্র পাল (Kartik Chandra Paul)। অন্যদিকে এসইউসিআই (SUCI)-এর হয়ে এই সিটে দাঁড়িয়েছেন সনাতন দত্ত। ২৬ শে এপ্রিল এই কেন্দ্রে ভোট গ্রহণ হয়ে গিয়েছে।
এই কেন্দ্রের বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরী। ৫ লক্ষ ১১ হাজার ৬৫২ ভোট পেয়ে ২০১৯ লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কংগ্রেস। জোড়া ফুলের হয়ে ৪ লক্ ৫১ হাজার ৭৮ ভোট পেয়েছিলেন তিনি। সিপিএমের হয়ে মহম্মদ সেলিম পেয়েছিলেন ১ লক্ষ ৮২ হাজার ৩৫ টি ভোট। ২০০৯ সালে প্রিয়রঞ্জন দাশমুন্সী অসুস্থ হলে তাঁর স্ত্রী দীপা দাশমুন্সী এই কেন্দ্রের সাংসদ হন। প্রথম ২০১৪ সালে এই আসনটি হাতছাড়া করে কংগ্রেস। সে বারই দীপা দাশমুন্সীকে হারিয়ে জয়ী হন মহম্মদ সেলিম। এরপর ২০১৯ সালে বামেদের সরিয়ে গেরুয়া ঝড় তোলে বিজেপি। এ বার এই আসনটি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এটি আঁচ করাই যাচ্ছে। বিজেপি চাইবেই এই সিটটি ধরে রাখতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ও সিপিএমও চাইবে এই আসনটি দখল করার। ফলে খেলা যে জমে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।