নোট বন্দীর সপ্তম বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আক্রমন শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
নিজের এক্স হ্যান্ডেলে নোটবন্দিকে একটি সুচিন্তিত প্ল্যান বলে উল্লেখ করেন। যার মাধ্যমে কাজ, কর্মচারীদের বেতন বন্ধ, ছোট ব্যবসাকে ধ্বংস করা, কৃষকদের ক্ষতি করা এবং অসংগঠিত ক্ষেত্রের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে।
একদিনেই নোট বাতিলের ঘোষণার কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। লাইনে দাড়িয়ে বাতিল নোট জমা দিতে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। এতে ভোগান্তি আরও বেড়ে যায়।তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপকে দেশের অর্থনীতির পক্ষে মঙ্গলজনক বলে উল্লেখ করা হয় এবং এর ফলে কালো টাকা ধ্বংস করা হবে বলে বিবৃতি দেওয়া হয়।যদিও বিরোধীদের দাবি এর ফলে অর্থনীতির ক্ষতি হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের যারা খেটে খেয়ে দিনযাপন করেন।তারাই মূলত বেশি নোটবন্দির শিকার হয়েছেন।
Former #Congress President #RahulGandhi took a jibe at Prime Minister #NarendraModi on seventh anniversary of demonetisation, saying it was a well thought out conspiracy to destroy employment, to break unorganised economy.
In a post on X, Rahul Gandhi Said, "Demonetisation was a… pic.twitter.com/P2obMluWwG
— IANS (@ians_india) November 8, 2023