আদানি গ্রুপকে (Adani Group) এবার নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইউকে র একটি পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদন দেখিয়ে রাহুল গান্ধীর দাবি আদানি গ্রুপ তার বাজার দর থেকে এশিয়ার দেশগুলি থেকে বেশি দামে কয়লা কিনছে। বুধবার এই অভিযোগের পাশাপাশি তিনি জানান এর কারণে দেশে বিদ্যুতের দাম প্রতিনিয়ত বাড়ছে।
দিল্লিতে একটি প্রেস কনফারেন্সে রাহুল গান্ধী জানান, "একটি বিখ্যাত ফাইনান্সিয়াল টাইমসের রিপোর্টে লন্ডন থেকে আমরা জানতে পেরেছি আদানি গ্রুপ আরও একটি জালিয়াতি করেছে ১২ হাজার কোটি টাকার।এখন আদানি গ্রুপের মোট জালিয়াতির পরিমান দাঁড়াল ৩২ হাজার কোটি টাকা। তারা কয়লা রপ্তানির সময় ওভার ইভয়েস করছেন।এবং যখন সেই কয়লা ভারতে ঢুকছে তখন এর দাম বেড়ে যাচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে।এই ১২ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে সাধারণ মানুষের পকেট থেকে"।
এই প্রথম নয় এর আগেও হিন্ডেনবার্গের রিপোর্টে আদানি গ্রুপকে নিয়ে জালিয়াতির বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছিল। তবে আদানি গ্রুপের তরফে সেই অভিযোগকে খারিজ করা হয়েছে। এবার সেই রিপোর্টকে সম্পূর্ণ মিথ্যে বলা হয়েছে। এবার নতুন অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বলে সংস্থা এখন সেটাই দেখার বিষয়।
Rahul Gandhi targets Adani group again on coal pricing issue
Read @ANI Story | https://t.co/t2bsFpETR3#RahulGandhi #Congress #coal #prices #Adani pic.twitter.com/4H1KXPcL3t
— ANI Digital (@ani_digital) October 18, 2023