Rahul Gandhi (Photo Credit: IANS)

মণিপুর ইস্যুতে যেন বিতর্ক থামছেই না কোনমতে। সংসদে বিতর্ক থেকে বারবার সভার মুলতুবি ঘোষণা। এই নিয়েই সরগরম সংসদের বাদল অধিবেশন। যার জেরে বিজেপির সংসদীয় আলোচনায় জোটের সংগঠনকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী।

আলোচনায় তিনি জানান যে "তিনি কোনদিনই এমন নির্দেশনাহীন বিরোধীপক্ষ দেখেননি। ইন্ডিয়া নাম নিয়ে তাঁরা নিজেদের প্রশংসা করে। ইন্ডিয়ান ন্যাশন্যাল কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, এগুলিও ইন্ডিয়া।শুধু ইন্ডিয়া নাম ব্যবহার করলেই কিছু হয়ে যায় না " বলে জানান তিনি। আর এই বিষয়টি নিয়েই এবার পাল্টা টুইট করলেন রাহুল গান্ধী।

টুইটে তিনি জানান, "আপনি আমাদের যা ইচ্ছা বলতে পারেন, আমরা ইন্ডিয়া, আমরা মণিপুরকে শান্ত করতে সাহায্য করব, এবং প্রত্যেক মহিলা ও শিশুর চোখের জল মুছব। আমরা ভালবাসা এবং শান্তি ফিরিয়ে আনব, মণিপুরে আমরা ভারতের ভাবনা তৈরি করব"বলে জানান তিনি।

মণিপুর নিয়ে কেন্দ্র সরকারকে চাপ দিতে নো কনফিডেন্স মোশন আনার পক্ষে রয়েছে ইন্ডিয়া জোট। এই নিয়ে বিরোধীদের স্ট্র্যাটেজি ঠিক করতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অফিসে একত্রিত হয়েছিলেন বিরোধী দলের নেতা এবং নেত্রীরা।

পাল্টা রাজস্থান ও ছত্তিশগড় ইস্যুতে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করতে গুটি সাজাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা। তাদের দাবি নারীদের অবস্থা কংগ্রেস পরিচালিত রাজ্যগুলিতে সুরক্ষিত নয়। তাই দুপক্ষের বিতর্কের মধ্যেই বারবার মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন।