Rahul Gandhi (Photo Credit: Facebook)

সাংসদ পদ ফিরে পাওয়ার পর নিজের কেন্দ্র ওয়ানড়ে গেলেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। দু'দিনের সফরে ওয়ানড়ে নানা কর্মসূচিতে থাকবেন রাহুল। এদিন সকালে তামিলনাড়ুর কোয়াম্বাটোর বিমানবন্দরে রাহুল পা দিতেই তাঁকে নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। সেখান থেকে রাহুল কেরলে যান। সাংসদ পদ চলে যাওয়ার পরেও ওয়ানড়ে গিয়েছিলেন তিনি। রাহুলের সাংসদ পদ চলে যাওয়ার পর ওয়ানড়ে বেশ কয়েকবার বড় প্রতিবাদ হয়। ২০১৯ লোকসভা ভোটে উত্তর প্রদেশের আমেথিতে স্মৃতি ইরানির কাছে হেরে গেলেও কেরলের ওয়ানড়ে বড় জয় পেয়েছিলেন রাহুল।

মোদী পদবি মামলা ফৌজদারি অপরাধে তাঁকে দু বছরের জেলের সাজা দিয়েছিল গুজরাটের আদালত। যে কারণে তাঁর সাংসদ পদ খারিজ হয়েছিল। রাহুলকে তাঁর সরকারী বাংলো ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে রাহুল আবার সাংসদ পদ ফিরে পেয়ে স্বমহিমায়।

দেখুন কোয়াম্বাটর বিমানবন্দরে রাহুল গান্ধী

সংসদে বাদল অধিবেশ রাহুলে বক্তব্য সাড়া ফেলে দিয়েছে। সংসদে রাহুলের উপস্থিতি কংগ্রেসহ সহ বিরোধী জোটকে যে বড় অক্সিজেন দিয়েছে তা বলাই বাহুল্য়। মণিপুর নিয়ে বারবার সরব হয়ে মোদী সরকারকে চাপে ফেলছেন সোনিয়া তনয়। মণিপুরে ভারতমাতাকে হত্যাকে করা হয়েছে বলে অভিযো করেন ওয়ানড়ের সাংসদ।