![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/16-215.jpg?width=380&height=214)
নতুন দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা, উত্তর প্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভে পবিত্র স্নান করেছেন। এবার মহাকুম্ভ পবিত্র স্নান করতে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আগামী রবিবার ত্রিবেনী সঙ্গমে ডুব দেবেন রাহুলের। রাহুলের সঙ্গে মহাকুম্ভে যেতে পারেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা-ও। সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা অখিলেশ যাদবও মহাকুম্ভে স্নান করেছেন। গত ৫ ফেব্রুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে স্নান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সরকারী হিসেবে এখনও পর্যন্ত মহাকুম্ভে ৩৫ কোটি মানুষ স্নান করেছেন। ক দিন আগে সপরিবারে মুকেশ আম্বানিও মহাকুম্ভে স্নান করেন।
কুম্ভস্নানে যাচ্ছেন রাহুল গান্ধী
BREAKING NEWS ➖ Mahakumbh
LoP Rahul Gandhi will go to the Mahakumbh in Pragyaraj on 16th February to take a Holy Snan.
Congress MP Priyanka Gandhi will most likely accompany RaGa.
His visit will be a befitting reply to the Sanatani brigade 🔥🔥 pic.twitter.com/1qIyPcHB05
— Ravinder Kapur. (@RavinderKapur2) February 14, 2025
সম্প্রতি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যুর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দেয়। সেই কাণ্ডে সরকারের অব্যবস্থাকে দায়ি করে সমালোচনা করেছিলেন রাহুল গান্ধী।