কলকাতার আরজি কর (R.G. Kar) হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যু নিয়ে ফের মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সাংবাদিকদের রাহুল জানালেন, "ওর পরিবার যতক্ষণ না বিচার পাচ্ছে, আমি সব সময় ওদের সঙ্গে আছি, ওদের সুরক্ষার জন্য সব সময় পাশে আছি।" এর আগে UPSC 'ল্যাটারাল এন্ট্রি' নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ইস্যু নিয়ে কথা বলার সময় রাহুল-কে আরজি কর প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। সেই সময় রাহুল শুধু সেই বিষয়েই বলতে চান বলে কিছু সাংবাদিকের অভিযোগ ছিল। পরে অবশ্য রাহুল আরজি কর নিয়েনিজের মত জানান।
কলকাতায় সীমিত শক্তি নিয়ে আরজি কর কাণ্ডে নজরকাড়া প্রতিবাদ করছেন কংগ্রেস কর্মীরা। বাংলার কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আরজি কাণ্ডের প্রতিবাদে নেমেছন। আরও পড়ুন- আরজি করে সুপ্রিম রায় নিয়ে কী বললেন বিধানসভার বিরোধী শুভেন্দু অধিকারী
দেখুন আরজিকর নিয়ে কী বললেন রাহুল গান্ধী
पीड़ित परिवार की रक्षा के लिए मैं हमेशा साथ खड़ा हूं - न्याय का हक़ मिलने तक! pic.twitter.com/9T6Wv6MLdG
— Rahul Gandhi (@RahulGandhi) August 20, 2024
এর আগে আরজি কাণ্ডে রাহুল এক্স প্ল্যাটফর্মে লিখেছিলেন, "কলকাতায় এক মহিলা জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। যেভাবে নৃশংস ও অমানবিক ঘটনা ওর বিরুদ্ধে ঘটানো হয়েছে তাতে ডাক্তার ও মহিলা সমাজের মধ্যে নিরাপত্তাহীনতার বাতাবরণ তৈরি হয়েছে। বিচার দেওয়ার বদলে দোষীদের বাঁচানোর চেষ্টা হাসপাতল ও স্থানীয় প্রশাসনের ভূমিকাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
হাথরাস থেকে উন্না, কাঠুয়া থেকে কলকাতা-য় ঘটা মহিলাদের বিরুদ্ধে অন্যায় নির্যাতনের ঘটনা প্রতিটি দল, সমাজের প্রত্যেকের গুরুতর আলোচনার মুখে দাঁড় করিয়েছে। এমন অসহ্য কষ্টের সময়ে আমি নির্যাতিতার পরিবারের সঙ্গে আছি। যে কোনও মূল্যে তাদের বিচার দিতে হবে। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।"