নয়াদিল্লিঃ মঞ্চে মাইক হাতে, কিংবা রাস্তায় র্যালিতে হাঁটতে, কমবেশি প্রায় এভাবেই রাহুল গান্ধীকে(Rahul Gandhi) দেখতে অভ্যস্ত ভারতবাসী। কিন্তু এবার মুদি দোকান(Grocery Store) সামলাতে দেখা গেল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। এক ঘণ্টা একেবারে ব্যবসায়ীর মতো কাজ করলেন তিনি। ক্রেতাদের প্রয়োজন মতো সামগ্রী তুলে দিলেন হাতে। সম্প্রতি দিল্লির এক দোকানে দেখা যায় তাঁকে। ভিডিয়ো ভাইরাল হতে কংগ্রেস যুবরাজ বলেন, "সম্প্রতি দিল্লির একটি মুদি দোকানে গিয়েছিলেন। সেখানে গিয়ে উপলব্ধি করলাম এটা শুধু দোকান নয়। মুদি দোকানের সঙ্গে ক্রেতাদের শুধু বেচা কেনার সম্পর্ক নয়, এঁর সঙ্গে একটা আবেগ জড়িয়ে রয়েছে। বর্তমানে মল কিংবা নানা বড়-বড় দোকানের মাঝে ছোটখাট ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হচ্ছে। যা সত্যিই ভাবনার বিষয়। এর জন্য দায়ী একচেটিয়াত্ব বা 'মনোপলি। বিশ্বায়নের যুগে বড় ব্যবসার পাশে মাথা তুলে দাঁড়াতে পারছেন না ছোট ব্যবসায়ীরা।' আমাদের এদিকে নজর দেওয়া উচিত।" সেই সঙ্গেই ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন কংগ্রেস সাংসদ।
মুদি দোকানে কেক, চকোলেট বিক্রি করছেন রাহুল গান্ধী, ভাইরাল ভিডিয়ো
#RahulGandhi visits grocery store in #Delhi, sells ketchup, biscuits and chocolates
Watch https://t.co/wKBWsxT6Nf pic.twitter.com/bJJd4QYrmC
— The Times Of India (@timesofindia) December 10, 2024