ঝাড়খন্ডে ভারত জোড়ো ন্যায় যাত্রায় গিয়ে আবার কেন্দ্রীয় সরকারকে আক্রমন শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ঝাড়খন্ডের দুমকায় দাঁড়িয়ে তিনি জানান,"দেশে শুধুমাত্র অবিচার করা হচ্ছে, সবথেকে বেশি অবিচার করা হচ্ছে পিছিয়ে পড়া ব্যক্তিবর্গের ওপর। আমরা একটি সমীক্ষা করানোর কথা বলেছিলাম য়েখানে কতজন মানুষ আমাদের দেশে পিছিয়ে পড়া শ্রেণীর রয়েছে। যাইহোক মোদীর সরকার সেবিষয়টি হতে দিতে চাইনা।।আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যখনই আমাদের সরকার ক্ষমতায় আসবে আমরা জনগণনা শুরু করবসারা দেশে।জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। "
মার্চের ১৪ তারিখে শুরু হওয়া এই যাত্রা সারা দেশে বিভিন্ন রাজ্য হয়ে মার্চের দিকে মুম্বইতে শেষ হওয়ার কথা রয়েছে। ঝাড়খন্ডে সম্প্রতি জমি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren)। তার বদলে মুখ্যমন্ত্রী হয়েছেন চম্পাই সোরেন। ইতিমধ্যে রাজভবনের গিয়ে সরকার গড়ার জন্য শপথও নিয়েছেন তিনি।
VIDEO | “There’s only injustice happening in the country, mostly against people from the backward class. We asked for a survey about the number of people living in India from backward castes, however, the Modi government doesn’t want that to happen. We promise, as soon as our… pic.twitter.com/fJdpuEzkAS
— Press Trust of India (@PTI_News) February 3, 2024