Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

কেরলের ওয়ানাডে জিতেছেন ৩ লক্ষ ৬৪ হাজারের বেশী ভোটে। আর উত্তর প্রদেশের রায়বারেলিতে জিতেছেন ৩ লক্ষ ৯০ হাজারে। রাহুল গান্ধী এবারের লোকসভা নির্বাচনে যে দুটি আসনে দাঁড়িয়েছিলেন, সেই দুটিতেই জিতলেন বেশ বড় ব্যবধানে। দুটি আসনে বড় জয়ের পর রাহুল গান্ধী ভোটারদের ধন্যবাদ জানালেন। গতবার মা সোনিয়া গান্ধীর থেকেও বেশী মার্জিনে রায়বারলিতে জিতেলন রাহুল। এবার রাহুলকে একটি আসন থেকে পদত্যাগ করতে হবে।

সোশ্যাল মিডিয়া পোস্টে রায়বারেলি এবং ওয়ানাড়ের জনতাকে ধন্যবাদ জানিয়ে রাহুল বললেন,"যদি আমার নিয়ন্ত্রণে থাকতো তাহলে আমি দুটি আসনেই সাংসদ থেকে যেতে চাইতাম। দুই জায়গার মানুষই আমায় অনেক ভালবাসা দিয়েছেন। আমার কৃতজ্ঞতা জানানোর কোনও ভাষা নেই।" কংগ্রেস এবার ১০০টির কাছাকাছি লোকসভা আসন জিততে চলেছে। যেখানে গত দুটি নির্বাচনে ৪২, ৫০টি-র মত আসন তারা পায়।

দেখুন খবরটি

কর্ণাটক, তেলাঙ্গানায় আর একটু ভাল ফল করলে কংগ্রেস এবার আরও চমক দিতে পারত।