Rahul Gandhi: 'যা ইচ্ছা করুন, মোদীকে ভয় পায় না কংগ্রেস', বললেন রাহুল গান্ধী
Rahul Gandhi (Photo Credit: Twitter)

দিল্লি, ৪ অগাস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) 'ভয়' পায় না কংগ্রেস (Congress)। তাই প্রধানমন্ত্রী মোদীর যা ইচ্ছে করতে পারেন। এবার এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল বলেন, 'আমাদের ভয় দেখানো যাবে না। আমরা মোদীকে কোনওভাবেই ভয় পাই না। দেশের শান্তি, সুস্থিত বজায় রাখতে আমরা কাজ করে যাব।' ন্যাশনাল হেরল্ডের অফিস সিলের পর এমনই মন্তব্য করেন কংগ্রেস সাংসদ।

প্রসঙ্গত বৃহস্পতিবার ন্যাশনাল হেরল্ডের অফিস সিল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির ওই কর্মকাণ্ডের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন রাহুল গান্ধী। এরপরই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেন, তাঁরা কাজ করে যাবেন। কংগ্রেস নেতৃত্ব প্রধানমন্ত্রী মোদীকে ভয় পান না বলে দৃপ্ত কণ্ঠে জানান রাহুল।

আরও পড়ুন: Rahul Gandi: 'ইডি দিয়ে ভয় দেখানো যাবে না, গণতন্ত্র রক্ষায় কাজ করবেন', বললেন রাহুল

ন্যাশনাল হেরল্ডের অফিস বৃহস্পতিবার ইডি সিল করার পর সোনিয়া গান্ধীর বাসভবন কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়।