দিল্লি, ৪ অগাস্ট: ইডি (ED) দিয়ে কোনওভাবে তাঁকে ভয় দেখানো যাবে না। দেশকে রক্ষা করতে, দেশের গণতন্ত্র রক্ষা করতে তিনি সব সময় কাজ করে যাবেন। ইডির তৎপরতা নিয়ে এবার এমনই মন্তব্য করলেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদ বলেন, দেশের শান্তি, সুস্থিতি বজায় রাখতে সব সময় কাজ করে যাবেন। ওঁরা যা পারে করে নিন বলে ইডি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল (Rahul Gandhi)।
Will continue to work to protect country, democracy, help maintain harmony; will do my work whatever they may do: Rahul Gandhi on ED action
— Press Trust of India (@PTI_News) August 4, 2022
প্রসঙ্গত বৃহস্পতিবার ন্যশনাল হেরল্ডের অফিস সিল করে ইডি। ন্যাশনাল হেরল্ডের অফিস সিল করতেই দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের চারপাশে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়। সেই সঙ্গে সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাড়ির চারপাশেও মোতায়েন করা হয় পুলিশি ঘেরাটোপ। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে পরপর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবারন্যাশনাল হেরল্ডের অফিস সিল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন: Partha Chatterjee: শিক্ষক নিয়োগ মামলায় দুর্নীতির জের, সামাজিকভাবে 'বয়কট' পার্থ চট্টোপাধ্যায়? গুঞ্জন
যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে ফের রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায়।