Rahul Gandhi. (Photo Credits: ANI)

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে জঙ্গি হামলায় ৪ সেনার শহিদ হওয়ার ঘটনায় গতকাল থেকে শোকে স্তব্ধ গোটা দেশ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও জওয়ানদের শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। রাহুল গান্ধী টুইট করে লিখেছেন-

জম্মু ও কাশ্মীরে সেনা কনভয়ে সন্ত্রাসবাদী হামলায় আমাদের সাহসী সৈন্যদের শহীদ হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক।এই কাপুরুষোচিত হামলাকে নিন্দা করা যায় না। সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ। বীর সেনাদের শাহাদাতের প্রতি বিনম্র শ্রদ্ধা। দেশ তাদের এবং তাদের পরিবারের কাছে চির ঋণী থাকবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।

গত ২০ ডিসেম্বর ২০২৩  রাত থেকে রাজৌরির থানামান্ডির ডিকেজি (ডেরা কি গালি) এর সাধারণ এলাকায় একটি অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সৈন্যদের নিয়ে দুটি সেনাবাহিনীর গাড়ি অপারেশনাল সাইটের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। সেনা জওয়ানরা অবিলম্বে গুলিবর্ষণের বিরুদ্ধে পাল্টা জবাব দেয়। এই গুলিবর্ষণের মাঝেই চার জওয়ান শহীদ হন।