প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওবিসি (OBC) মন্তব্য নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানান,
"প্রশ্নটা এখন সবার সামনে। প্রধানমন্ত্রী নিজেকে ওবিসি বলেন। এর মধ্যেই তিনি বিভ্রান্ত হয়ে তিনি বলতে শুরু করেন যে দেশে শুধুমাত্র ২ টি জাতি রয়েছে। একটি ধনী এবং অপরটি গরীব।তাই ওনার আগে সিদ্ধান্ত নেওয়া উচিত । আমরা জনগণনা কার্যকর করতে চাই।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে পড়া শ্রেণীকে আরও পিছিয়ে রাখার জন্য কংগ্রেসকে দায়ী করেছেন।
তিনি জানান, "কংগ্রেস দল এবং ইউপিএ (UPA) সরকার ওবিসিদের সঙ্গে যথাযথ বিচার করেনি।কিছুদিন আগেই, কার্পুরি ঠাকুরজিকে ভারত রত্ন সম্মান দেওয়া হয়েছে। ১৯৭০ সালে যখন তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন , তার সরকারকে ফেলতে কি করা হয়নি? কংগ্রেস ওবিসিদের সহ্য করতে পারে না। তারা গুনতে থাকে কতজন ওবিসি সরকারের মধ্যে রয়েছে। আপনারা কি দেখতে পান না সবথেকে বড় ওবিসিকে। "
সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই পাল্টা মন্ত্বব্য দিলেন রাহুল।
#WATCH | On PM Modi's 'biggest OBC' remark, Congress MP Rahul Gandhi says, "The question is in front of everyone. PM calls himself OBC. In between he got confused and then started saying that there are only two castes in the country – rich and poor. So he should decide first...We… pic.twitter.com/XuvntDiBgI
— ANI (@ANI) February 6, 2024