Rahul Gandhi. (Photo Credits: ANI)

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে সবথেকে দুর্নীতিগ্রস্থ বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার একটি বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান অসমের মুখ্যমন্ত্রী বিজেপির অন্যান্য মুখ্যমন্ত্রীদের পরামর্শ দিতে পারেন কিভাবে দুর্নীতি চালানো যায়।

লখিমপুরের একটি জনসভায় রাহুল গান্ধী জানান, "আমরা বলি অসম দিল্লি থেকে চলবে না। এটা এখান থেকে চলবে।আপনাদের মুখ্যমন্ত্রী দেশের সবথেকে দুর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রী।তিনি অন্যান্য বিজেপির মুখ্যমন্ত্রীদের পরমার্শ দিতে পারেন কিভাবে  দুর্নীতি চালোনো যাবে।অসমের জন্য কাজ করে মনে করি না। মোদী যেটাই বলে সেটিকে স্যালুট জানিয়ে সেগুলিকেই অনুসরন করে।"

এর আগে অসমে শ্রী শ্রী অউনৈতি সাতরার কাছে যান  রাহুল গান্ধী। এ বিষয়ে রাহুল গান্ধী জানান,"আজকে অসমের ব্রম্ভ্রপুত্র নদীতে বোট ট্রিপের মাধ্যমে অনুনতি সাতরার কাছে গিয়েছিলাম।সাংস্কৃতিকভাবে পরিপূর্ণ শঙ্কর দেব জির এই ভূমি, অসমের সংস্কৃতি সবাইকে একসঙ্গে নিয়ে চলায় বিশ্ববাসী। এইভাবে কাছ থেকে সংস্কৃতিকে অনুভব করতে পারা সৌভাগ্য অভূতপূর্ব। "

১৪ জানুয়ারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা নাগাল্যান্ড পেরিয়ে এখন অসমে (Assam)। সারা দেশজুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রার ডাক দিয়েছেন রাহুল গান্ধী।