Rahul Gandhi Interacts Affected Family in Poonch After Cross Border Shelling by Pakistan (Photo Credits: X)

জম্মু কাশ্মীর, ২৪ মেঃ পহেলগাম হামলার (Pahalgam Terrorist Attack) প্রত্যাঘাতে ভারতের 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের পর পাকিস্তানি সেনাবাহিনী জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় লাগাতার হামলা চালিয়েছিল। নাগাড়ে গুলিবর্ষণ, ড্রোন, ক্ষেপণাস্ত্র ধেয়ে এসেছিল জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) বসতি এলাকায়। যার জেরে সীমান্ত এলাকায় বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি। শুক্রবার জম্মু কাশ্মীরে দুর্গতদের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। পুঞ্চে (Poonch) ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। পাক হামলায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের সকলকে রাহুল আশ্বস্ত করে বললেন, 'চিন্তা করবেন না। খুব তাড়াতাড়ি আবার সব স্বাভাবিক হয়ে যাবে'।

পুঞ্চে রাহুল

পুঞ্চে ক্ষতিগ্রস্ত এলাকার একটি ভিডিও এদিন রাহুন নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেন। কংগ্রেস সাংসদ লেখেন, 'পুঞ্চে পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ হারানো পরিবারের সঙ্গে দেখা করেছি। ভাঙা ঘরবাড়ি, ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র, ভেজা চোখ এবং প্রতিটি কোণে রয়েছে প্রিয়জন হারানোর বেদনাদায়ক গল্প - এই দেশপ্রেমিক পরিবারগুলি প্রতিবার সাহস এবং মর্যাদার সঙ্গে যুদ্ধের সবচেয়ে বড় বোঝা বহন করে। তাঁদের সাহসকে আমি কুর্নিশ জানাই'।

ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত এলাকাঃ

গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গি হানার ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। এই হামলার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা (Indian Army)। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি। এই হামলার পর পাক সেনা ভারতের সীমান্ত এলাকায় হামলা শুরু করে। প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী। তবে পাক সংঘাতে প্রাণ গিয়েছে বেশ কিছু সীমান্তবাসীর। তাঁদের কয়েকজনের পরিবারের সঙ্গেই শুক্রবার দেখা করেছেন রাহুল গান্ধী।