Rahul Gandhi Consoles Girl (Photo Credit: Twitter/PTI)

মণিপুর, ৩০ জুন: শুক্রবার মণিপুরের মইরাংয়ে হাজির হন রাহুল গান্ধী। মইরাংয়ে হাজির হয়ে সেখানকার আশ্রয় শিবিরগুলিতে যান রাহুল। মইরাংয়ে হাজির হয়ে সেখানে এক কিশোরীকে আশ্বাস দিতে দেখা যায় কংগ্রেস নেতাকে। কান্না থামিয়ে ওই কিশোরীর সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী...

 

আরও পড়ুন: Manipur Violence: রাহুলের সফরের মাঝে বৃহস্পতি রাতে ফের উত্তপ্ত মণিপুর, ইম্ফলে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ

এরপর মইরাংয়ের আশ্রয় শিবিরের মানুষের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী।  শোনেন তাঁদের সুবিধা, অসুবিধার কথা...

 

প্রসঙ্গত রাহুল গান্ধীর সফরের মাঝে বৃহস্পতিবার রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। রাজধানী ইম্ফলে উত্তেজনা ছড়ালে পুলিশ এবং র্যাফ রাস্তায় নামে। উত্তপ্ত ইম্ফলে অশান্তি রোধ করতে শেষ পর্যন্ত কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হয় প্রশাসন।