নয়া দিল্লি, ৬ জুনঃ এতদিন যে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) লোকসভায় পিছনের সারিতে বসতে দেখা যেত সেই তিনিই সদ্য সমাপ্ত হওয়া অধিবেশনে একেবারে সামনের সারিতে বসে দক্ষ বিরোধী দলনেতার পরিচয় দিয়েছেন। বিজেপি সরকারের নিন্দায় রাহুলের একের পর এক আক্রমণের জবাব দিতে এই প্রথম সংসদে উঠে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। চব্বিশের লোকসভা নির্বাচনে শক্তি বাড়িয়ে সংসদে গিয়ে দাপট বেড়েছে বিরোধীদের। তৃতীয়বার মোদী সরকার গঠিন হওয়ার প্রথম দিন থেকেই আক্রমণাত্মক চেহারা নিয়েছে কংগ্রেস সাংসদ। শাসক শিবিরকে আক্রমণের পাশাপাশি নিজের জনসংযোগ আরও জোরালো করার লক্ষ্য নিয়েছেন তিনি। সদ্য় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরসে এক সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট (Hathras Stampede) হয়ে ১২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার এবং আক্রান্তদের সঙ্গে শুক্রবার দেখা করেন রাহুল (Rahul Gandhi)। এবার জানা যাচ্ছে, মণিপুর (Manipur) যাবেন তিনি।
প্রবল বৃষ্টির জেরে রাজ্যজুড়ে অচলাবস্থা তৈরি হয়েছে। একটানা জোরালো বৃষ্টিতে রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এই ভয়াবহ পরিস্থিতির শিকার প্রায় কুড়ি হাজার মণিপুরবাসী। কংগ্রেস সূত্রে খবর, আগামী সোমবার ৮ জুলাই মণিপুর যাবেন রাহুল (Rahul Gandhi)। দেখা করবেন দুর্যোগ কবলিত মানুষজনের সঙ্গে। ঘুরে দেখবেন ত্রাণ শিবির গুলোতেও।
আজ শনিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী গিয়েছেন আহমেদাবাদে। সেখানে একটি সভা করে তিনি দেখা করবেন রাজকোট গেমিং জোন অগ্নিকাণ্ড মৃত ২৭ জনের পরিবারের সঙ্গে।