Rahul Gandhi Hits Out at Modi Government: 'দেশ যুবকদের চাকরি দিতে পারবে না', সরকারকে ফের তোপ রাহুল গান্ধির
রাহুল গান্ধি (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২০ অগাস্ট: ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Rahul Gandhi)। এবার কর্মসংস্থান নিয়ে তিনি তোপ দেগেছেন। তাঁর দাবি, সরকার যুবকদের কর্মসংস্থান দিতে পারবে না। এক ভিডিয়োবার্তায় রাহুল বলেন, “আমি যখন দেশকে সতর্ক করেছিলাম যে করোনার কারণে খুব বেশি লোকসান হবে, মিডিয়া আমাকে নিয়ে তামাশা করেছিল। আজ আমি বলছি আমাদের দেশ চাকরি দিতে পারবে না। যদি না মানতে চান রাজি তবে ৬-৭ মাস অপেক্ষা করুন।"

একই বিষয় নিয়ে গতকাল টুইট করেন রাহুল। তিনি অভিযোগ করে, গত চার মাসে প্রায় ২ কোটি লোক চাকরি হারিয়েছেন। দুই কোটি পরিবারের ভবিষ্যত অন্ধকারে। ফেসবুকে ভুয়ো সংবাদ ও ঘৃণা প্রকাশের মাধ্যমে দেশের কাছ থেকে এই তথ্য গোপন করা যাবে না।” আরও পড়ুন: India-China Tensions: ভারতের গোয়েন্দা সংস্থাগুলি কড়া নজরে চিনের ৭টি বিমানঘাঁটি

কংগ্রেসের প্রাক্তন সভাপতি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুবিধাভোগীদের তালিকার বিস্তৃতি নিয়েও সরকারকে আক্রমণ করেছিলেন। তিনি বলেন, “জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুবিধাভোগীদের তালিকার বিস্তৃতি করা উচিত ছিল মাদি সরকারের। কিন্তু সরকার তা করেনি। জনসাধারণ রেশন পায়নি যা তাদের অধিকার এবং সমস্যাটি ট্র্যাজেডির রূপ নিয়েছিল।”