নয়াদিল্লিঃ পহেলগাঁও হত্যাকাণ্ড (Pahalgam Terror Attack 2025) পরবর্তী ভারত-পাকিস্তান সংঘাতের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) জেলা। দুই দেশেরে সংঘর্ষের জেরে সীমান্তবর্তী এই জেলার বহু শিশু বাবা-মাকে হারিয়ে অনাথ হয়েছিল। এবার সেই সমস্ত শিশুদের মধ্যে থেকে ২২ জনের ভরণপোষণের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)।
ক্ষতিগ্রস্ত পুঞ্চের ২২ শিশুর লেখাপড়ার দায়িত্ব নিলেন রাহুল
আগামীতে ওই ২২ শিশুর পড়াশোনা, খাওয়াদাওয়া-সহ সমস্ত খরচ বহন করবেন তিনি। কংগ্রেস সূত্রে খবর, ওই ২২ জন শিশুর পড়াশোনার জন্য বরাদ্দ প্রথম কিস্তির টাকা দেওয়া হবে আগামিকাল অর্থাৎ বুধবার। জম্মু ও কাশ্মীরের কংগ্রেস প্রধান তারিক হামিদ কারা জানিয়েছেন, গত মে মাসে পুঞ্চে নেতাদের কাছে অনাথ শিশুদের একটি পূর্ণ তালিকা চেয়েছিলেন রাহুল। সেই মতোই সরকারি রেকর্ড চেক করে একটি তালিকা তৈরি করা হয়। তারিক হামিদ কারা আরও বলেন, "ওই ২২ জন শিশু যতদিন না স্নাতক হচ্ছে ততদিন তাদের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে।" কংগ্রেস যুবরাজের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। যদিও এই বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি কংগ্রেস সাংসদ।
পুঞ্চের ২২ জন অনাথ শিশুর দায়িত্ব নিচ্ছেন রাহুল গান্ধী
In a world where many turn away from pain, Shri @RahulGandhi ji has embraced it with compassion.
By adopting 22 children orphaned in the Poonch shelling and taking full responsibility for their education, he hasn’t just extended help — he’s given them hope, dignity, and a… pic.twitter.com/iLcLUdeJk5
— Varun Choudhary (@varunchoudhary2) July 29, 2025