Rahul Gandhi (Photo Credit: Twitter)

সিয়াচেনে অগ্নিবীরের মৃত্যুর ঘটনায় এবার কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানান অগ্নিবীর স্কীমটি ভারতের নায়কের কাছে একটি অপমান।

এদিন নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে নিজের মত ব্যক্ত করেন তিনি। যেখানে তিনি বলেন "সিয়াচেনে অক্ষয় লক্ষণের শহিদ হওয়ার ঘটনাটি অত্যআন্ত দুঃখজনক।আমার পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।একজন তরুণ দেশের জন্য প্রাণ দিল।কোন গ্যাচুয়িটি নেই, নেই অন্য কোন সামরিক সুবিধা তার এই কর্মজীবনে এবং শহিদ হওয়ার পর নেই তার পরিবারে কোন পেনশনের ব্যবস্থা। "

এই প্রথম নয় অগ্নিবীরের স্কীম ইস্যুতে এর আগেও অনেকবার আপত্তি জানিয়েছেন বিরোধীদের অনেকেই। যেখানে অন্যান্য সেনা কর্মীদের সঙ্গে সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেকটাই ফারাক রয়েছে এই স্কীমে। এবার সিয়াচেনে অক্ষয় লক্ষ্ণনের শহিদ হওয়ার পর সেই বিষয়টি আরও উস্কে দিলেন রাহুল গান্ধী।