নয়াদিল্লিঃ লোকসভা ভোটের ফলপ্রকাশের (Lok Sabha Election Results 2024) দু'দিন কেটেছে মাত্র। এককথায় এখন সরগরম রাজধানী। মেলেনি বহু হিসেব, আবার পাওয়া যাচ্ছে নতুন সমীকরণের ইঙ্গিত, সব মিলিয়ে টালমাটাল অবস্থা বিজেপির অন্দরে। আর এই আবহে ফের একবার নরেন্দ্র মোদী (Narendra Modi) ও অমিত শাহকে (Amit Shah) কটাক্ষ করতে ছাড়লেন না রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার বিভিন্ন ইস্যু নিয়ে মোদী-শাহদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, "এই প্রথমবার দেখলাম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে কথা বলছেন। কেন পাঁচ কোটি বিনিয়োগকারীকে শেয়ার কেনার পরামর্শ দিলেন তাঁরা? বিনিয়োগ নিয়ে পরামর্শ দেওয়া কি তাঁদের কাজ?" এখানেই শেষ নয়,আরও বলেন,"খেয়াল করে দেখুন এমন সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁরা এইসব পরামর্শ দিয়েছেন, যে সংস্থার মালিকের বিরুদ্ধে সেবির তদন্ত চলছে।" প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফলের আগে, নরেন্দ্র মোদী ও অমিত শাহ দাবী করেছিলেন, এ বার রেকর্ড গড়বে এনডিএ জোট। তাই শেয়ার কিনে রাখার পরামর্শ দিয়েছিলেন তাঁরা। মোদী ও শাহ-এর এই বক্তব্যকে হাতিয়ার করেই প্রশ্ন তুলেছেন রাহুল।
দেখুন কী বলছেন রাহুল গান্ধী
#WATCH | Congress leader Rahul Gandhi says, "For the first time we noted that during the elections, the Prime Minister, the Union Home Minister and the Finance Minister commented on the stock market. The Prime Minister said that the stock market is rising at a great speed. the… pic.twitter.com/0900xZFVLc
— ANI (@ANI) June 6, 2024