Rahul Gandhi (Photo Credit: Instagram)

দিল্লি, ৩১ জানুয়ারি:  দিল্লির  কস্তুরবা নগরে বছর ২০-র তরুণীর অপহরণ এবং গণধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন রাহুল গান্ধী। নিজের সোশ্য়াল হ্যান্ডেলে কস্তুরবা নগরের ঘটনায় ফুঁসে ওঠেন রাহুল। তিনি বলেন, ২০ বছরের এক তরুণীকে যেভাবে প্রকাশ্যে মারধর করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। এই সমাজে এখনও অনেকে রয়েছেন, যাঁরা মহিলাদের মানুষ বলে মনে করেন না। এই ধরনের লজ্জাজনক ঘটনা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। দেখুন নিজের সোশ্যাল হ্যান্ডেলে কী লিখলেন রাহুল গান্ধী....

 

সম্প্রতি এক তরুণের আত্মহত্যায় দায়ি করে বছর কুড়ির তরুণীর উপর নৃশংসতা চালান একদল মহিলা। দিল্লির (Delhi) বিবেক বিহার এলাকার কস্তুরবানগরের ওই ঘটনা প্রকাশ্যে আসতেই, তা দেখে শিউরে ওঠেন অনেকে। সম্প্রতি এক তরুণ আত্মহত্যা করলে, তাঁর মৃত্যুর জন্য ওই তরুণীকে দায়ি করা হয় পরিবারের তরফে। প্রথমে দিল্লি বিবেক বিহার এলাকার কয়েকজন মদের বেআইনি কারবারী ওই তরুণীর উপর নৃশংস অত্যাচার চালায়।  তাঁকে গণধর্ষণ (Woman Gang Raped) করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন:  Delhi: দিল্লিতে নৃশংসতা, গণধর্ষণের পর তরুণীর মাথা মুড়িয়ে চলল উল্লাস, নিন্দার ঝড়

এরপর সংশ্লিষ্ট তরুণের মৃত্যুর জন্যও নিগৃহীতার দিকে আঙুল তোলা হয়।  তাঁকে অপহরণ করে, মাথা মুড়িয়ে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্যে ঘোরানো হয়।  যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নৃশংসতা দেখে শিউরে ওঠেন অনেকে। দিল্লির ওই ঘটনার বিরুদ্ধেই এবার ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতা।