BR Gavai (Photo Credits: X)

CJI Gavai Attacked: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর.গবইয়ের (B.R.Gavai) ওপর হামলার চেষ্টার ঘটনার তীব্র নিন্দা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)ও এই হামলার নিন্দা করেছেন। সোমবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বি.আর. গবইয়ের দিকে আচমকাই কিছু ছুড়ে মারার চেষ্টা করা হয়। এজলাসে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রধান বিচারপতির দিকে জুতো ছুড়ে মারার চেষ্টা করা হয়েছিল। ঘটনার সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এজলাসে বসে মামলাগুলি শুনছিল। হঠাৎ করে আইনজীবীর মতো পোশাক পরিহিত ওই ব্যক্তি সামনের দিকে এগিয়ে আসেন এবং প্রধান বিচারপতির দিকে বস্তুটি ছুড়ে মারার চেষ্টা করেন। তবে নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে ধরে এজলাসের বাইরে নিয়ে যান। বাইরে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি স্লোগান দিচ্ছিলেন এবং বলছিলেন, "সনাতন ধর্মের অপমান সহ্য করব না।"এমন খবর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সামনে এসেছে। অভিযুক্ত আইনজীবীর লাইসেন্স বাতিল করেছে বার অ্যাসোসিয়েশন। আপাতত দেশের কোনও আদালতে কাজ করতে পারবেন না সেই অভিযুক্ত আইনজীবী।

নিন্দাপ্রকাশ রাহুল গান্ধীর

এদিন এক টুইটে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লেখেন, "দেশের প্রধান বিচারপতির ওপর আক্রমণ আসলে আমাদের বিচারব্যবস্থার মর্যাদা ও আমাদের সংবিধানের মূল চেতনার উপর আঘাত। এমন ঘৃণা আমাদের দেশে কোনও জায়গা নেই এবং এর নিন্দা করা উচিত।"

দেখুন নিন্দা জানিয়ে কী লিখলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

মোদী-শাহর নিরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এক বিবৃতিতে জানান, ভারতের প্রধান বিচারপতির উপর সুপ্রিম কোর্টেই যে হামলার চেষ্টা হয়েছে, তার নিন্দার কোন ভাষাই যথেষ্ট নয়। এটি কেবল বিচারপতির উপর নয়, আমাদের সংবিধানের উপরও আঘাত।"সোনিয়া গান্ধী আরও লেখেন, "প্রধান বিচারপতি গবই খুবই শান্ত ও সহনশীল ছিলেন। কিন্তু পুরো দেশকে তাঁর সঙ্গে একজোট হয়ে, গভীর দুঃখ ও রোষের অনুভূতি নিয়ে দাঁড়াতে হবে।" এদিকে, এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র মুখ না খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল।