ইম্ফল, ৮ জুলাইঃ সাম্প্রদায়িক হিংসায় জর্জরিত অগ্নিগর্ভ মণিপুরের (Manipur ) পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সেখানে পৌঁছেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাজ্য জুড়ে অধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন তিনি। ত্রাণ শিবির পরিদর্শনে যান। শরণার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের দুঃখ দুর্দশার কথা শোনেন রাহুল। কংগ্রেস নেতার জন্যে ইম্ফলে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু বৈঠকের মাঝে আচমকা আসন ছেড়ে উঠে পড়লেন রাহুল। ক্ষুব্ধ গলায় উপস্থিত সাংবাদিকদের বললেন, 'আমি যা বলছি তার সম্মান করুন'। সাংবাদিক বৈঠকের মাঝে হঠাৎ কী এমন হল যে চোটে গিয়ে আসন ছাড়লেন রায়বরেলির সাংসদ (Rahul Gandhi)।
এক বছরেরও বেশি সময় ধরে সাম্প্রদায়িক অশান্তির শিকার মণিপুর (Manipur)। কুকি এবং মেইতেই দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তির আগুনে জ্বলছে রাজ্যের একের পর এক গ্রাম। এই পরিস্থিতিতে জার্মান থেকে রাশিয়া কোন বিদেশ সফরই বাদ যাচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। অথচ মণিপুর ইস্যু নিয়ে তাঁর মুখে কুলুপ। সোমবারই দুদিনের জন্যে রাশিয়া সফরে গিয়েছেন নমো। ২২'তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে এদিন সকালেই পুতিনের দেশের উদ্দেশ্যে রওনা দেন মোদী। অন্যদিকে মণিপুরের সাংবাদিক বৈঠকে বসে রাহুল বলেন, 'আমি মনে করি মণিপুরের পরিস্থিতি প্রধানমন্ত্রীর এসে পরিদর্শন করা উচিৎ। মণিপুরে কী ঘটছে তা বোঝার চেষ্টা করা খুব গুরুত্বপূর্ণ'।
চটলেন রাহুল...
#WATCH | Imphal, Manipur: When asked questions by reporters after his press conference, Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, "...Please respect what I am saying. I have come here to give a clear message, I am not interested in answering questions that are designed to… pic.twitter.com/bmOxdbEohT
— ANI (@ANI) July 8, 2024
চব্বিশের লোকসভায় মণিপুরের দুটি আসনে জয় পেয়েছে কংগ্রেস। ফলে বিক্ষুব্ধ মণিপুরে বিক্ষোভের আগুন নিভিয়ে পরিস্থিতি উন্নয়নে হাত শিবিরের আসন্ন কিছু কর্মসূচির বিষয়ে এদিন আলোচনা করেন রাহুল। বৈঠক শেষে রাহুলকে উপস্থিত সাংবাদিকেরা পালটা প্রশ্ন করতে শুরু করলে চোটে যান তিনি। আসন ছেড়ে উঠে পড়েন। খানিক বিরক্তির সুরে বলেন, 'আমি এখানে একটা পরিষ্কার বার্তা দিতে এসেছি। মূল সমস্যাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যে আপনাদের তৈরি করা প্রশ্নের উত্তর দিতে আমি আসিনি। তাই আমি যা বলছি তার সম্মান করুন'।