এসআইআর নিয়ে শাসক-বিরোধীদের সংঘাত চরমে। বিহারে যত নির্বাচন এগিয়ে আসছে, ততই বাকযুদ্ধ আরও বড় আকার ধারণ করছে। এর মধ্যে সম্প্রতি এনডিএ সরকার ভোট চুরি করে জিতছে তার প্রমাণ দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভোট চুরির ক্ষেত্রে কেন্দ্রকে সাহায্য করছে নির্বাচন কমিশন, এমনই অভিযোগ তুলেছেন তিনি। আর এই প্রমাণ সামনে আসতেই দেশজুড়ে হইচই পড়ে যায়। এই নিয়ে এবার বিহারে ভোট অধিকার যাত্রায় কেন্দ্র ও কমিশনকে নিয়ে কড়া সমালোচনা করলেন রায়বারেলির সাংসদ।
নির্বাচন কমিশনকে আক্রমণ রাহুলের
বিহারের সাসারামে দলীয় প্রচারে তিনি বলেন, “গোটা দেশ এখন জানতে পেরেছে নির্বাচন কমিশন কী করেছে। প্রথমে কেউ জানতে পারত না, কীভাবে চুরি হচ্ছে। কিন্তু আমরাই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে এই চুরির পর্দাফাঁস করি। আমি জানতে পেরেছি কীভাবে নির্বাচন কমিশন চুরি করছে। আর এই চুরি আমরা করতে দেব না। বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, বাংলায় কোথাও আমরা ভোট চুরি করতে দেব না”।
দেখুন রাহুলের বক্তব্য
#WATCH | Sasaram, Bihar | At the 'Voter Adhikar Yatra' event, Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi says, "I am telling you from this stage that Vidhan Sabha and Lok Sabha elections are being stolen in the entire country. Their latest conspiracy is to conduct SIR in Bihar… pic.twitter.com/w58qdOW6e1
— ANI (@ANI) August 17, 2025
এসআইআরের সমালোচনায় রাহুল
রাহুল আরও বলেন, “এরা লোকসভা, বিহানসভা প্রতিটি নির্বাচনেই ভোট চুরি করছে। এদের পরবর্তী টার্গেট বিহার। তাই এখানে তড়িঘড়ি এসআইআর এনে ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়ে চুরি করবে। আর আমরা এটা কখনই করতে দেব না। বিহারবাসীও এই পদক্ষেপে আমাদের পাশে থাকবে”।