রাফালে যুদ্ধ বিমানে এবার ভারতের ব্যবহারের জন্য নিজেদের তৈরি অস্ত্র অর্ন্তভুক্তকরন করার কথা জানাল আইএএফ। আইএএফের তরফে রাফালেকে ভারতের অস্ত্র অর্ন্তভুক্ত করার কথা জানানো হয়েছে।
শুধু ভারত নয় ভারতের পাশাপাশি ইজিপ্ট, কাতার, ফ্রান্স, গ্রাস,ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়ার মত দেশ রাফালে ব্যবহার করেন। এবিষয়ে প্রতিরক্ষা বিভাগের একজন আধিকারিক জানিয়েছেন, আইএএফ বিমান প্রস্তুতকারক সংস্থা ডাসল্ট অ্যাভিয়েশনকে জানিয়েছে যাতে ভারতের তৈরি অস্ত্র যেমন, স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন বা অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল যা আইএএফে ২০২০ সাল থেকে ব্যবহারে রয়েছে তা যাতে রাফারেলর মধ্যে অর্ন্তভুক্ত করা হয়।
এর পাশাপাশি বেসরকারী সেক্টরে তৈরী আরও বেশ কিছু অস্ত্র রাফালে মধ্যে সংযুক্ত করতে চাইছে ভারতীয় সেনা। তবে অনেকেরই ধারনা ভারতীয় অস্ত্রের যে ধরনের ক্ষমতা এবং যা দাম তাতে যদি তা রাফালেতে যুক্ত করা যায় তাহলে তা বড় বাজার ধরতে সক্ষম হবে।
ভারতীয় অস্ত্র ইতিমধ্যেই তেজস এবং সুখোই এমকে ৩০ মধ্যে সংযুক্ত করা হয়েছে।এই মূহূর্তে ভারত ৩৬ টি রাফালে ফাইটার জেট ব্যবহার করে। এবং ভবিষ্যতে আরও ২৬ টি মেরিন এয়ারক্রাফট কেনার পথে রয়েছে যা মূলত নৌসেনার জন্য ব্যবহার করা হবে।
ভারতীয় বায়ুসেনার তরফে রাফালের মধ্যে এই অস্ত্রগুলিকে সংযুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। যুদ্ধের সময় যেন তা যুদ্ধবিমানে লাগানোর ক্ষেত্রে স্বাধীনতা থাকে।
IAF asks French firm Dassault to integrate Indian weapons on Rafale fighter jets
Read @ANI Story | https://t.co/xyHQnw5ivy#rafales #IAF #Dassault #fighterjets pic.twitter.com/yPV0BSDfLs
— ANI Digital (@ani_digital) July 23, 2023