নয়াদিল্লি, ৭ জুলাইঃ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর চালানো সন্ত্রাসদমন অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) চলাকালীন ৪ জন ভারতীয় বিমানবাহিনীর (IAF) পাইলটের মৃত্যু হয়েছে! যার মধ্যে ৩ জন রাফালে বিমান চালকও রয়েছেন। আর সেই সংবাদ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছে ভারত সরকার। পাকিস্তানের (Pakistan) বেশ কিছু সোশ্যাল হ্যান্ডেল জুড়ে এই খবরটি প্রচার করা হচ্ছে। কতটা সত্যি এই খবর? খবরের সত্যতা এবার তুলে ধরল পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check)।
অপারেশন সিঁদুর চলাকালীন ৪ জন ভারতীয় বিমানবাহিনীর পাইলটের মৃত্যু?
PIB ফ্যাক্ট চেকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভূয়ো। 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) চলাকালীন ৪ জন ভারতীয় বিমানবাহিনীর পাইলটের মৃত্যু হয়েছে, ভারত সরকার এই ধরনের কোনও বিবৃতি জারি করেনি। এই গুজবের কোনও সত্যতা নেই। আরও বলা হয়েছে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে এই ধরণের মিথ্যা তথ্য প্রচার করছে। তাই এই ধরনের দাবি বিশ্বাস বা শেয়ার করার আগে সর্বদা সরকারি সূত্রের দ্বারা যাচাই করে নেওয়া দরকার।
ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রচার
🚨"India Admits Rafale Pilot Loss?" - Here's the truth behind this claim:
Several Pakistani propaganda handles are spreading false claims that India has officially confirmed the loss of 4 IAF pilots, including those flying 3 Rafale jets.#PIBFactCheck
❌ FAKE ALERT!
✅ The… pic.twitter.com/4v8FSMOJAX
— PIB Fact Check (@PIBFactCheck) July 7, 2025
গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে (Pahalgam Terrorist Attack) বৈসরন উপত্যকায় হামলা চালায় একদল পাক জঙ্গি। ২৫ জন পর্যটক-সহ ১ জন স্থানীয় ব্যক্তিকে গুলি করে খুন করেছে জঙ্গিরা। জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) পাক জঙ্গি হানার ঠিক দু সপ্তাহের মাথায় পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনা বাহিনী। পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান চালায় ভারত। গুঁড়িয়ে দেয় ৯টি পাক জঙ্গি ঘাঁটি। এরপর পালটা হাতে বন্দুক তুলে দেয় পাকিস্তান সেনা। ভারত-পাক সীমান্ত এলাকায় প্রায় ৪ দিন ধরে চলে সংঘাত। তবে শেষমেশ সংঘর্ষ বিরিতিতে সহমত হয়েছে দুই দেশ।