দিল্লি, ১৪ অগাস্ট: কলকাতায় চিকিৎসক নির্যাতন এবং খুনের (Kolkata Doctor Rape-Murdered) ঘটনায় উত্তাল গোটা দেশ। আরজিকরে (RG Kar Hospital) চিকিৎসক খুনের ঘটনার তদন্তভার হাতে নিয়ে বুধবার কলকাতায় হাজির হন সিবিআই আধিকারিকরা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। কংগ্রেস সাংসদ বলেন, কলকাতার হাসপাতালে যেভাবে এক জুনিয়র ডাক্তারের উপর নির্যাতন চালিয়ে তাঁকে খুন করা হয়, তার নৃশংসতায় কেঁপে উঠেছে গোটা দেশ। চিকিৎসকরা যদি নিরাপত্তা না পান, তাহলে বাবা-মায়েরা কোন ভরসায় তাঁদের সন্তানকে ঘরের বাইরে পড়তে পাঠাবেন বলে প্রশ্ন তোলেন রাহুল।
পাশাপাশি নির্ভয়াকাণ্ডের পর এখনও কেন মহিলাদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ করা হল না গোটা দেশ জুড়ে, সেই প্রশ্নও রাহুল গান্ধী তোলেন।
আরও পড়ুন: R.G. Kar Hospital: 'বিচার চাই', আরজিকরের ঘটনায় রাজপথে প্রতিবাদে মুখর চিকিৎসকরা
রাহুল আরও বলেন, মহিলাদের উপর অত্যাচর, নির্যাতন বন্ধ করতে প্রত্যেকটি রাজনৈতিক দল, সমাজের সব শ্রেণিকে এগিয়ে এসে আলোচনা করতে হবে, সমাধান বের করতে হবে। সে উন্নাও হোক কিংবা হাথরস। কাঠুয়া হোক কিংবা কলকাতা।
রাহুলের কথায়, শাস্তির পরিবর্তে অভিযুক্তকে যেভাবে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, তাতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে নিয়ে প্র