নয়াদিল্লিঃ দেশে ফের ভূমিকম্প(Earthquake )। কলকাতা(Kolkata), দিল্লি(Delhi), নেপালের(Nepal) পর এবার দুলে উঠল মণিপুর(Manipur)। বুধবার ভোর ৩.৪৫ নাগাদ কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে কম্পন। মূলত কম্পন অনুভূত হয় ভারত-মায়ানমার সীমান্তে অবস্থিত কামজং জেলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ন্যাশানাল সেন্টার অফ সিসমোলজি(National Center for Seismology)জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ভরকেন্দ্র অবস্থিত মণিপুরের চোংদান থেকে ২৯ কিলোমিটার দূরে। কম্পনের মাত্রা কম হওয়ায় সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।
দেশে ফের ভূমিকম্পের ঘটনা
প্রসঙ্গত, বছরের শুরু থেকেই বারেবারে আঘাত হানছে ভূমিকম্প। কখনও নেপাল, কখনও দিল্লি কখনও আবার বঙ্গোপসাগরের গভীরে ভূমিকম্পের ঘটনা ঘটছে।শুধু ভারতই নয়, ভূমিকম্পের কবলে পড়ছে পড়শি দেশগুলো। গতকাল,অর্থাৎ মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। এত ঘন ঘন ভূমিকম্পের ঘটনা স্বাভাবিকভাবেই ভয় ধরাচ্ছে দেশবাসীর মনে।
ভূমিকম্প কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ, কম্পন অনুভূত বাংলাদেশে
Earthquake in Manipur: Quake of Magnitude 4.1 on Richter Scale Shakes Kamjong District and Adjoining Areas, No Casualties Reportedhttps://t.co/MDkewIcGy8#Earthquake #Manipur #Kamjong
— LatestLY (@latestly) March 5, 2025