দেরাদুন, ৪ জুলাই: চার মাসের মধ্যে উত্তরাখণ্ডে তৃতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। তীরথ সিং রাওয়াতের (Tirath Singh Rawat) জায়গায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি রাজ্যের ১১তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ, রবিবার রাজভবন শপথ নিলেন। খাতিমা কেন্দ্রে দু বারের বিধায়ক পুষ্কর হলেন রাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: 

তিনশোর বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসছি, চ্যালেঞ্জ যোগীর

১৯৭৫ সালে পিথরাগড় জেলার ছোট্ট গ্রাম কানালিচিছিনায় জন্মগ্রহণ করেন পুষ্কর সিং ধামি। মাত্র ৪৬ বছর বয়েসে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার নজির গড়লেন। উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামালকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

আইনের ছাত্র পুষ্কর ছাত্র রাজনীতিতে নজর কেড়ে মূলস্তরের রাজনীতিতে এসেছিলেন। ২০০২ এবং ২০০৮ সালে দু'বার বিজেপির যুব মোর্চার সভাপিত হন। আরএসএস-র সদস্য হিসেবে তিনি কাজও করেন।