Puri Municipal Corporation: ওডিশার অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ দিক হল পর্যটন। আর ওডিশার পর্যটনের সিংহভাগ আকর্ষণই হল পুরী। কিন্তু পুরীর উন্নয়ন, পরিকাঠামো নিয়ে বারবার প্রশ্ন ওঠে। এবার পুরী (Puri)কে নিয়ে নড়চড়ে বসল মুখ্যমন্ত্রী মোহন মাঝির সরকার। পুরীকে ওডিশার ষষ্ঠ পৌর সংস্থা বা পুরনিগমের মর্যাদা দিল রাজ্য সরকার। এতদিন পুরী ছিল সাধারণ একটি পুরসভা। পর্যটনের হাব হিসেবে পুরীকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই শহরকে পুরনিগমকে পরিবর্তন করা হচ্ছে। আইনি জটিলতার কারণে পুরী পুরসভায় ৮ বছর ধরে নির্বাচন হয়নি। জনসংখ্যার অনুপাতে ওয়ার্ড সংখ্যা নিয়ে আদলতে মামলা চলে। এতে পুরীর উন্নয়নের কাজ ব্য়াহত হচ্ছিল।
পুরী পুরসভার সঙ্গে সংলগ্ন অঞ্চলের ১০টি পঞ্চায়েত যোগ হয়েছে তৈরি হচ্ছে পুরনিগম
পুরসভার বদলে জগন্নাথ ধামের শহর হচ্ছে পুরনিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তাতে এক লাফে অনেকটাই বাড়বে সরকারি বরাদ্দ। পুরী পুরসভার ৩২টি ওয়ার্ড ও তার সংলগ্ন দশটি পঞ্চায়েত এলাকাকে নিয়ে গঠিত হবে পুরী পুরনিগম বা Municipal Corporation। পুরীকে শহুরে উন্নয়নের মডেল সাজিয়ে তোলা হবে জানিয়েছে রাজ্য সরকার। রাস্তা থেকে পরিকাঠামো, সরকারী পরিষেবা উন্নয়নের জন্য বহু কোটি টাকা বিনিয়োগ করা হবে পুরী পুরনিগমের পিছনে।
পুরী হচ্ছে পুরনিগম
Puri to become Odisha’s sixth Municipal Corporation#Odishahttps://t.co/unLwjraP1U
— OTV (@otvnews) July 4, 2025
ওডিশার পুরনিগমগুলি
প্রসঙ্গত, ভূবনেশ্বর, কটক, বেরহামপুর, রাউরকেল্লা ও সম্বলপুর এখন ওডিশার পাঁচটি পুরনিগম। এবার সেখানে যুক্ত হতে চলেছে পুরী পুরনিগম।