নয়াদিল্লিঃ ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ খবর। গতকাল ২১ সেপ্টেম্বর থেকে আগামী ২৩ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত পুণ্যার্থীদের(Devotees) জন্য বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দিরের(Puri Jagannath Temple) দরজা। বেশকিছু দিন আগে দীর্ঘ কয়েক দশক পর খোলা হয়েছে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের(Ratna Bhandar) দরজা। বর্তমানে এই রত্নভাণ্ডারে প্রযুক্তিগত সমীক্ষার(Technical Survey) কাজ চলছে। যার জন্য হায়দরাবাদের এনজিআরআই থেকে বিশেষ মেশিন ও র্যাডার আনা হয়েছে। রত্ন ভাণ্ডারের ভিতর ও বাইরের অংশের জিপিএস সমীক্ষা করা হবে সূত্রের খবর। তার জন্যই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওড়িশা সরকারের তরফেও মন্দির বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সমীক্ষার কাজ চলবে বলে জানানো হয়েছে মন্দিরের তরফে। তবে জগন্নাহ মন্দির সূত্রে খবর, সর্বক্ষণই যে মন্দির বন্ধ থাকছে এমনটা নয়। সমীক্ষার সময় বাদে বাকি সময়ের জন্য খুলে দেওয়া হচ্ছে মন্দিরের দরজা। দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভক্তদের জন্য বন্ধ থাকবে জগন্নাথ মন্দির, এমনটাই জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।
Puri: Ratna Bhandar technical survey to continue for second day, Jagannath temple to remain closed from 1pm to 6pm#Puri #RatnaBhandarhttps://t.co/rDtlUxIbcn
— Kalinga TV (@Kalingatv) September 22, 2024