
অমৃতসর, ১৩ মে: ভারত, পাকিস্তান উত্তেজনা (India-Pakistan Tension), পাক ড্রোনের (Pak Drone) হামলা, আকাশপথে সেই ড্রোন নষ্ট, ব্ল্যাকআউট নিয়ে যখন লড়াই করছে পাঞ্জাব (Punjab), সেই সময় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এবার পাঞ্জাবের অমৃতসর (Amritsar) কেন্দ্রস্থল। অমৃতসরের মাঝিতা গ্রামে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। সোমবারও যখন পাঞ্জাবের স্বর্ণমন্দিরে হাই অ্যালার্ট জারি করা হয়, সেই সময় মাঝিতা গ্রামে রহস্যজনক মৃত্যু পরপর ১৪ জনের। মদ খেয়ে (Spurious Liquor) পরপর ১৪ জনের মৃত্যুর খবর মেলে। রহস্যজনক মদ্যপান করেই ওই ১৪ জনের মৃত্যু হয় বলে খবর। সেই সঙ্গে ৬ জনকে ভর্তি করা হয় হাসপাতালে। রহস্যজনক মদ খেয়েই ওই ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। ভারত, পাকিস্তান উত্তেজনার মাঝে ১২ মে রাতেও যখন পাঞ্জাব উচ্চ সতর্কতা জারি করা হয়, সেই সময় পরপর ১৪ জন মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিষমদ খেয়ে না রহস্যজনক কিছু খেয়ে, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
অমৃতসরের ডেপুটি কমিশনার জানান, তাঁরা খবর পেয়েছেন। মাঝিতার পরপর ৫টি গ্রাম থেকে মৃত্যুর খবর এসেছে। সেই সঙ্গে বেশ কিছু মানুষ হাসপাতালে ভর্তি বলে খবর মেলে। রহস্যজনক ওই মদে কী মেশানো ছিল, সে বিষয়ে খোঁজ খবর শুরু হয়েছে। সেই সঙ্গে গ্রামে পৌঁছে গিয়েছে মেডিকেল টিম। প্রত্যেক বাড়িতে হাজির হয়ে মেডিকেল টিম খোঁজ শুরু করেছে।
শুনুন কী বললেন অমৃতসরের ডেপুটি কমিশনার...
#WATCH | Punjab: 14 people dead and 6 hospitalised after allegedly consuming spurious liquor in Amritsar's Majitha
Amritsar Deputy Commissioner Sakshi Sawhney says, " An unfortunate tragedy has happened in Majitha. We got to know yesterday night, we received reports from 5… pic.twitter.com/9IauurxVyq
— ANI (@ANI) May 13, 2025
আরও পড়ুন: Amritsar Blackout: স্বর্ণমন্দিরের অমৃতসরে জারি অ্যালার্ট, বাজল সাইরেন, হল ব্ল্যাকআউট
কারও শরীরে কোনও অস্বস্তি বা অন্য কিছু হচ্ছে কি না, সে বিষয়ে চিকিৎসক দল খোঁজ খবর শুরু করেছে বলে জানান অমৃতসরের ডেপুটি কমিশনার। সরকারের তরফে সমস্ত ধরনের সাহায্য করা হচ্ছে। মৃতের সংখ্যা কোনওভাবে যাতে আর বাড়তে না পারে, সে বিষয়ে কড়া নজর রাখা হয়েছে।
কারা ওই ধরনের মদের যোগান দেয়, সে বিষয়ে যেমন খোঁজ শুরু হয়েছে, তেমনি কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তদন্ত চলছে বলে জানান অমৃতসরের ডপুটি কমিশনার।