পঞ্জাবের (Punjab) অমৃতসরে পুলিশ পাকিস্তান-সমর্থিত মাদক পাচারচক্রের পর্দাফাঁস করেছে বিএসএফ। উদ্ধার হয়েছে ২.৮ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক মেথামফেটামিন। এই অভিযানে পাচারের অভিযোগে দু'জন মূল পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্জাব পুলিশ ও বিএসএফ যৌথভাবে এই অভিযান করেছে। পাঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) গৌরব যাদব জানিয়েছেন, গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন গুরসেবক সিং ওরফে সেবক এবং বলজিৎ সিং। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই দুজন পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিল।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে পাকিস্তান থেকে পাচার হওয়া মাদক পঞ্জাবের অভ্যন্তরে মাদক বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হত। সন্দেহ এড়াতে তাঁরা পরিকল্পনা করে বিভিন্ন ধর্মীয় স্থানের আশেপাশে ঘুরে মাদক পাচার করত। ডিজিপি যাদব আরও জানান, পুরো সাপ্লাই চেইন, অন্যান্য অপারেটিভ এবং নেটওয়ার্কের অভ্যন্তরীণ সংযোগগুলি খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। জানা যাচ্ছে, এই অভিযানে দানা মান্ডি এলাকা থেকে গুরসেবক সিংকে আটক করা হয় এবং তাঁর থেকে উদ্ধার হয় ৪০ গ্রাম মেথামফেটামিন। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আরও ১.৯৬ কিলোগ্রাম মাদক উদ্ধার করা হয়।
ভাল্লা বাইপাস রোডের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের কাছে একটি পুলিশ দল অন্য একটি চেকপয়েন্ট বসায় এবং বলজিৎ সিংকে ৪৫ গ্রাম মেথামফেটামিন সহ গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে আরও ৭৭০ গ্রাম মাদক উদ্ধার করা সম্ভব হয়। পুলিশের তরফে জানানো হয়, এই দুই অভিযুক্তই পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের পাচারকারী হিসেবে কাজ করছিল এবং পঞ্জাব জুড়ে মাদক ছড়িয়ে দিচ্ছিল।