দিনকয়েক আগেই পঞ্জাবের স্বর্ণমন্দির (Golden Temple) ঘিরে সৃষ্টি হয়েছিল বোমাতঙ্ক। গত বুধবারের মধ্যে তিন তিনবার ইমেল মারফত বোমা হামলার হুমকি এসেছিল। হুমকি বার্তা পাওয়ার পরেই স্বর্ণমন্দির চত্বরে বাড়ানো হয়েছিল নিরাপত্তা। যদিও বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরেও উদ্ধার হয়নি কোনও সন্দেহজনক জিনিস। তবে এই ঘটনার তদন্ত চালাচ্ছিল পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগ ও সাইবার বিশেষজ্ঞরা। আর তাতেই মিলল সাফল্য। শনিবার এই ঘটনায় ফরিদাবাদ থেকে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার এক সফটওয়ার ইঞ্জিনিয়ার
ধৃত যুবকের নাম শুভম দুবে। পেশায় সে একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার। তাঁর কাছ থেকে ফোন, ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছেো। জানা যাচ্ছে, ডার্ক ওয়েবের মাধ্যমে হুমকি ইমেল পাঠিয়েছিল শুভম। তবে ফরিদাবাদ থেকে নয়, সেগুলি তামিলনাড়ু থেকে পাঠানো হয়েছিল। শুক্রবার রাতেই শুভমের খোঁজ পেয়েছিল পঞ্জাব পুলিশ। অবশেষে শনিবার পুলিশের জালে ধরা পড়ে সে।
ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ
যদিও কী কারণে শুভম এরকম কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তাঁর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সেটা জানারও চেষ্টা করা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকেই স্বর্ণমন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।