Photo Credits: PTI

সীমান্তে পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগে এক পাকিস্তানি গুলি করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পাঞ্জাবের টার্ন টারান জেলায়। শুক্রবার সকালে সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু সন্দেজনক গতিবিধি লক্ষ্য করে এবং সতর্ক হয়ে যায়।

সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যখন ওই ব্যক্তি চলে আসে তখনই  বিএসএফের পক্ষ থেকে তখনই গুলি করা হয়। মে মাসে সীমান্ত পেরিয়ে মাল পাচারের অভিযোগে ২ জনকে গুলি করা হয় বিএসএফের তরফে। এর পাশাপাশি সীমান্তের কাছে আসার কারণে একজনকে গ্রেফতার করা হয়।

২০২২ সালে বিএসএফ সীমান্ত থেকে মোট ২২ টি ড্রোন এবং ৩১৬ কেজি হেরোইন উদ্ধার করে । এছাড়া ২ জন পাকিস্তানিকে সীমান্ত পারাপার করার জন্য গুলি করা হয়।

বিএসএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "পাঞ্জাব ফ্রন্টিয়ারের পক্ষ থেকে সতর্ক প্রহরার ব্যবস্থা করা হয়েছে, যার ফলে বিএসএফ সফলভাবে ২২ টি ড্রোন এবং ৩১৬ কেজি হেরোইন ,৬৭ টি অস্ত্র, সীমান্ত পারাপারে সময় ২ জন পাকিস্তানিকে গুলি এবং ২৩ পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে।"