IPS Officer, Representational Image (Photo Credit: Wikipedia)

অমৃতসর, ১৭ অক্টোবর: পাঞ্জাব (Punjab) থেকে গ্রেফতার করা হল এক আইপিএস অফিসারকে (IPS)। সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হতে হয় পাঞ্জাবের আইপিএস অফিসার হরচরণ সিং বুল্লারকে। পাঞ্জাবের রোপারে ছিলেন ওই আইপিএস অফিসার। যাঁর বাড়ি থেকে নগদ ৫ লক্ষ টাকা, মার্সিডিজ়ের মত একাধিক বিলাসবহুল গাড়ি এবং অত্যন্ত মূল্যবান সব ঘড়ি বাজেয়াপ্ত করা হয়।

রিপোর্টে প্রকাশ, হরচরণ সিং বুল্লার একজনের কাছে ৮ লক্ষ টাকা নগদ দাবি করেন। ঘুঁষের ওই টাকা দাবি করতেই বুল্লারের উপর নজর যায় প্রশাসনের। এরপর তক্কে তক্কে থেকে হরচরণ সিং বুল্লারকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এরপর ওই স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় বুল্লারকে হাতেনাতে পাকড়াও করে সিবিআই।

হরচরণ সিং বুল্লারের বাড়ি থেকে কী কী উদ্ধার করা হয় 

৫ কোটি টাকা নগদ উদ্ধার করা হয় বুল্লারের বাড়ি থেকে

উদ্ধার করা হয় ১.৫ কেজি সোনার গয়না

পাঞ্জাবের একাধিক জায়গায় বিভিন্ন সম্পত্তি কেনার কাগজপত্র উদ্ধার করে সিবিআই বুল্লারের বাড়ি থেকে

মার্সিডিজ় এবং অডির মত বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয় বুল্লারের গ্যারাজ থেকে

২২টি ঘড়ি উদ্ধার করা হয়। যার দাম কয়েক লক্ষ টাকা করে

৪০ লিটার বিদেশি মদ উদ্ধার করা যায়। যার দাম শুনলে আঁতকে উঠতে হয়

বিভিন্ন লকারের একাধিক চাবি উদ্ধার করে সিবিআই

বন্দুক, রিভলভার, শটগান, গুলি সব উদ্ধার করা হয় বুল্লারের বাড়ি থেকে