Punjab AAP MLAs:  কেন্দ্রের কৃষিবিলের খসড়ার দাবিতে রাতভর বিধানসভার ওয়েলে ঘুমোলেন পাঞ্জাবের আপ বিধায়করা, দেখুন ছবি
বিধানসভায় ঘুমন্ত আপ বিধায়করা (Photo Credits: ANI)

পাঞ্জাব, ২০ অক্টোবর: কেন্দ্রের নতুন কৃষিবিলের (Central Farm Laws) খসড়া নিয়ে রাজ্যের শাসকদল বিরোধীদের কিছুই জানাচ্ছে না। এর বিরোধিতায় রাতভর রাজ্য বিধানসভায় অবস্থান বিক্ষোভ করলেন পা়্জাবের আম আদমি পার্টির বিধায়করা। বিধানসভা কক্ষেই বিক্ষোভরত বিধায়কদের ঘুমোতে দেখা গেল। মূলত মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁদের অবস্থান বিক্ষোভ। কেন্দ্রের নতুন কৃষিবিল সংক্রান্ত কোনও কপি এখনও বিরোধীরা হাতে পাননি। এদিকে এই বিলের বিরোধিতায় পাঞ্জাব বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে চলেছে। খসড়া বিলে দাবিতে সোমবার রাতে বিধানসভার ওয়েলেই আপ বিধায়কদের দলটি অবস্থান বিক্ষোভ করল। কেন্দ্রের নতুন কৃষিবিলকে রাজ্যের আইন মোতাবেক যতটা ব্যবহার করা সম্ভব তারই চেষ্টা করে চলেছে পাঞ্জাব সরকার। আরও পড়ুন-Bengal Thief: বহুমূল্য সোনা ও হীরের গয়না চুরি করে ট্রেনে করে পালাচ্ছে পরিচারক, বিমানে চড়ে আগেই হাওড়া স্টেশনে পৌঁছে চোরকে পাকড়াও পুলিশের

বিধানসভায় ঘুমোচ্ছেন আপ বিধায়করা

২০১৯-এ রাজ্য মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়ার পর এই প্রথম পাঞ্জাবের বিধায়ক নভ্যোজত সিং সিধু বিধানসভার অধিবেশনে যোগ দিলেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে নৃশংস আঘাত হল কেন্দ্রেয় নয়া কৃষিবিল। নিজের ইউটিউব চ্যানেলে এর বর্ণনা দিয়েছেন সিধু।