AAP's chief ministerial candidate Bhagwant Mann. (Photo Credits: Facebook)

খাটকর কালান (পঞ্জাব), ১৬ মার্চ:  স্বাধীনতা সংগ্রামর শহিদ ভগৎ সিংয়ের গ্রামে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ (Punjab CM Swearing-In) নিতে চলেছেন ভগওয়ান্ত মান। বুধবার সকালে ঐতিহ্যবাহী বাসন্তী রঙা পাগড়ি ও উত্তরীয় গায়ে ১০ হাজার জনতার উপস্থিতিতে  ভগৎ সিংয়ের গ্রাম থেকে শুরু হল প্রচার। দর্শকাসনে আট থেকে ৮০, অর্থাৎ পঞ্জাবের ১৮-তম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে চার লক্ষ জনতার উপস্থিতি আশা করছেন প্রশাসনিক কর্তাব্যক্তিরা। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দলের শীর্ষনেতৃত্বদের নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভগওয়ান্ত মানের ছেলেমেয়ে সিরত কৌর ও দিলশান মানকে নিয়ে আমেরিকা থেকে উড়ে এসেছেন ভগওয়ান্ত মানের প্রাক্তন স্ত্রী ইন্দরপ্রীত কৌর।

উল্লেখ্য, ২০১৫ সালে ভগওয়ান্ত ইন্দরপ্রীতের বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর থেকে ছেলেমেয়েরা আমেরিকায় মায়ের সঙ্গেই থাকে। ভগৎ সিং মেমোরিয়ালের কাছে ৪০ একর জমিতে শপথগ্রহণ অনুষ্ঠানে স্থান নির্বাচন করা হয়েছে। মাঠজুড়ে প্যান্ডেল, সেখানে অতিথি অভ্যাগতদের বসার জন্য ১ লক্ষ চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে। রাজধানী শহর চণ্ডিগড় থেকে ৮০ কিলোমিটার দূরে খাটকর কালামে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আসলে সবাই ঐতিহ্যবাহী  বাসন্তী পাগড়ি পরুন, উত্তরীয় নিন। গোটা রাজ্যবাসীর কাছে এই আবেদন রেখেছেন ভগওয়ান্ত মান।

টেক বার্তায় ভগওয়ান্ত মান দানিয়েছেন, বাসন্তী পাগড়ি ও ওড়না বসন্তের প্রতীক। কেন্দ্রের তিন কৃষি বিরোধী আইনের লড়াইয়ের সঙ্গে এই বাসন্তীর যোগসূত্র রয়েছে। ভগৎ সিংয়ের ছবি সঙ্গে নিয়ে খাটকর কালানের উদ্দেশে অনেকে রওনা হয়ে গিয়েছেন।