Punjab: পাঞ্জাব থেকে ৩ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ, উদ্ধার বিস্ফোরক
Punjab Police along with terror suspects (Photo/ANI)

তরণ তারণ, ২৪ সেপ্টেম্বর: সন্দেহভাজন ৩ জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ৷ পাঞ্জাবের (Punjab) তরণ তারণ ( Tarn Taran) থেকে ওই ৩ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ৷ ওই ৩ জনের কাছ থেকে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়৷ পাঞ্জাবের ভগবানপুরা থেকে সন্দেহভাজন ওই ৩ জঙ্গিকে গ্রেফতার করা হয় বলে খবর৷

ভগবানপুরার নবদীপ সিং নামে এক পুলিশ (Police) আধিকারিক জানান, গ্রেফতারির আভাস পেতেই ওই ৩ জনকে প্রথমে পালিয়ে যায়৷ তবে পুলিশের সুনিপপুণ চেষ্টায় শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় তাদের৷

আরও পড়ুন: Jammu And Kashmir: ভারতে প্রবেশের চেষ্টা, ৩ পাক জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা, উদ্ধার বিপুল অস্ত্র

প্রসঙ্গত বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) রামপুর সেক্টরে জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর গুলির লড়াই শুরু হয়৷ ওই গুলির লড়াইয়ে ৩ পাক জঙ্গিকে খতম করা হয়৷ তাদের কাছ থেকে ৫টি এ কে ৪৭, ৮টি পিস্তল, ৭০টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে৷  পাক মদতপুষ্ট ওই ৩ জঙ্গির সঙ্গে আর কেউ ভারতে (India) প্রবেশের চেষ্টা করে লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে বলে জানানো হয় সেনা বাহিনীর তরফে৷