শ্রীনগর, ২৩ সেপ্টেম্বর: পাক (Pakistan) অধিকৃত কাশ্মীর (Kashmir) পার পরে ভারতীয় সীমান্তে ঢুকে পড়া ৩ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা (Indian Army) ৷ ভারত-পাক সীমান্তবর্তী রামপুর সেক্টর দিয়ে ওই ৩ জঙ্গি উপত্যকায় প্রবেশ করার চেষ্টা করলে, তাদের গুলিতে ঝাঁঝরা করে দেয় ভারতীয় সেনা৷ নিহত জঙ্গিদের কাছ থেকে বিপুল অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়েছে৷
সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, রামপুর সেক্টরে (Rampur Sector) যে ৩ পাক জঙ্গিকে খতম করা হয়, তাদের কাছ থেকে ৫টি এ কে ৪৭, ৮টি পিস্তল, ৭০টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে৷ পাক মদতপুষ্ট ওই ৩ জঙ্গির সঙ্গে আর কেউ ভারতে (India) প্রবেশের চেষ্টা করে লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে৷
সেনা আধিকারিক ডি পি পান্ডে জানান, বৃহস্পতিবার সকালে সীমান্তের হাথলাঙ্গার দিকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়৷ যা চোখে পড়তেই গোটা এলাকা ঘিরে ধরে তল্লাশি শুরু করে বাহিনী৷ এরপরই ৩ জঙ্গিকে খতম করা হয়৷ গত ১৮ সেপ্টেম্বরও সীমান্ত পার করে ভারতে প্রবেশের চেষ্টা করে পাকিস্তানি জঙ্গিরা৷ ওইদিনও প্রত্যেককে খতম করে দেওয়া হয় সেনা বাহিনীর তরফে৷
আরও পড়ুন: Madan Mitra: 'আপনাদের মতো পাগল ছাগলদের উত্তর দেব কেন?' সমালোচকদের কটাক্ষ মদন মিত্রর
দেখুন নিহত ৩ জঙ্গির কাছ থেকে কী কী উদ্ধার করে ভারতীয় সেনা...
Indian Army has eliminated 3 terrorists in Rampur sector near Uri on LoC. The terrorists had recently crossed over from Pakistan-occupied Kashmir into Indian side. Indian Army has recovered 5 AK-47s, 8 pistols & 70 hand grenades from terrorists killed in operation: Govt sources
— ANI (@ANI) September 23, 2021
তালিবান (Taliban) আফগানিস্তানের (Afghanistan) ক্ষমতা দখলের পর থেকে জম্মু কাশ্মীর সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়৷ আফগানিস্তানের একাধিক জেল থেকে জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবার কুখ্যাত জঙ্গিরা ছাড়া পেয়েছে৷ জইশ এবং লস্কর জঙ্গিরা জেল থেকে মুক্তি পেয়ে ভারতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন গোয়েন্দারা৷