নয়াদিল্লিঃ শুধুমাত্র ঘুমিয়ে ঘুমিয়ে (Sleeping) আয় ৯.১ লক্ষ টাকা। শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ সম্প্রতি ঘুমানোর প্রতিযোগিতায় জিতে ৯.১ লক্ষ টাকা জিতেছেন ইউপিএসসি পরীক্ষার্থী (UPSC Aspirant) পূজা মাধব ওবহাল। তিনি পুনের বাসিন্দা। জানা গিয়েছে, 'ওয়েক ফিট' নামে এক সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে। চলতি বছরে এই প্রতিযোগিতাতেই এই টাকা জিতেছেন ওই তরুণী। টানা দু'মাস প্রতি রাতে ৯ ঘণ্টা ঘুমিয়ে এই প্রতিযোগিতায় জয়লাভ করেন।
ঘুমিয়ে ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা আয় তরুণীর
দেশজুড়ে বহু প্রতিযোগী এই প্রতিযোগিতায় আবেদন করেন। লক্ষ লক্ষ আবেদনকারীর মধ্যে ১৫ জনকে বেছে নেয় ওই সংস্থা। তাঁদের মধ্যেই এই প্রতিযোগিতা হয়। মোট তিনটি সিজন অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতায়। চলতি বছর এই প্রতিযোগিতার চতুর্থ সিজন ছিল। পূজার সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীরা ১ লক্ষ টাকা করে পেয়েছেন। কীভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ভাবছেন তো।এই প্রতিযোগিতার নিয়ম হল, এই প্রতিযোগিতায় একবারই আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে ২২ বছর বা তার থেকে বেশি বয়সের হতে হবে।
ঘুমিয়ে ঘুমিয়ে ৯.১ লক্ষ টাকা জিতে গেলেন ইউপিএসসি পরীক্ষার্থী, কীভাবে অংশগ্রহণ করবেন এই প্রতিযোগিতায়? জেনে নিন ঝটপট
🚨 Pune-based UPSC aspirant Pooja Wavhal wins ₹9.1 lakh for sleeping 9 hours a night in Wakefit’s 60-day sleep internship, beating 1 lakh+ applicants. pic.twitter.com/rtHdjFEnyp
— Beats in Brief (@beatsinbrief) July 6, 2025