বন্ধুর জন্মদিন পার্টি থেকে ফেরার পথে বড়সড় দুর্ঘটনা। পথের বলি ২। শনিবার সাতসকালে মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। আহত চারজন। ভোর ৫টার দিকে ঘটেছে দুর্ঘটনাটি। পুনের নাভাল ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি বাসে সজোরে পিছন থেকে গিয়ে ধাক্কা মারে সুইফট গাড়িTi। গতি এতই বেশি ছিল যে ধাক্কার পর গাড়ির সামনের অংশ একেবারে ভেঙেচুরে গিয়েছে। দুর্ঘটনায় গাড়িতে থাকা ছয়জনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আহত যুবকদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাভালে হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাদের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পুনের নাভাল ব্রিজটি এমন একটি রাস্তা যেখানে সারাদিনে প্রচুর যানবাহন চলাচল করে। এর ফলে যান চলাচলের একটা বাড়তি চাপ থাকে ওই রাস্তায়। তেমনই প্রচুর পরিমাণে দুর্ঘটনাও ঘটে এখানে।
পুনেতে পথদুর্ঘটনায় মৃত্যু দুজনেরঃ
Maharashtra: In Pune, a Swift car collided with a stationary bus on Navale Bridge early in the morning, resulting in two deaths and several injuries. The six young men were returning from a birthday party pic.twitter.com/ZZuavwPjkp
— IANS (@ians_india) January 25, 2025