সিসিটিভি ক্যামেরার ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ স্কুটার(Scooter)  চালিয়ে ব্যাঙ্ক থেকে ফিরছিলেন বয়স্ক দম্পতি(Couple)। রাস্তায় বড়া পাওয়ের(Vada Pav) দোকান দেখে দাঁড়ান। স্কুটি থেকে নামতেই মুহূর্তে বদলে গেল গোটা ছবিটা। চোখের পলকে স্কুটারের সামনে রাখা ব্যাগ(Bag) নিয়ে দৌড় এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে পুনেতে। সিসিটিভি ক্যামেরায়(CCTV Camera) ধরা পড়েছে গোটা ঘটনাটি। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। ফেরার পথে বড়া পাও খেতে একটি দোকানে দাঁড়ান তাঁরা। প্রৌঢ় বড়া পাও কিনতে দোকানে গেলে তাঁর স্ত্রী স্কুটারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এমনসময় বাইক চেপে এক ব্যক্তি এসে বলেন স্কুটারের পিছনে কিছু একটা পড়ে রয়েছে। মহিলা সেদিকে চোখ দিতেই স্কুটাররে সামনে থেকে গয়নার ব্যাগ নিয়ে চম্পট দেয় আর এক ব্যক্তি। চিৎকার করতে থাকেন মহিলা। তবে লোক জড়ো হতে-হতে সেখান থেকে পগারপার ওই ব্যক্তি। এরপর জানা যায়, ওই ব্যাগে ৫ লক্ষ টাকার গয়না,নথি এবং মোবাইল ছিল। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই বয়স্ক দম্পতি। পুলিশের অনুমান, ব্যাঙ্ক থেকেই তাঁদের ফলো করছিল ছিনতাইবাজরা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করার কাজ চলছে।

বড়া পাও খেতে গিয়ে প্রায় ৫ লক্ষ টাকার গয়না খোয়ালেন দম্পতি