Tribute on Pulwama Attacks Photo Credit: Twitter@ANi

আরও একটা ১৪ ফেব্রুয়ারি। চার বছর আগে এই দিনেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় হামলা চালিয়েছিল পাকিস্তান আশ্রিত জঙ্গি শিবির। চোখের নিমেষে শহিদ হয়ে যান ভারতের ৪০ জন বীরপুত্র সেনা জওয়ান। সেই রক্তক্ষয় অধ্যায়ের স্মৃতি আজও ভুলতে পারেনি দেশ। ৪০ সিআরপিএফ জওয়ানকে হত্যার নেপথ্যে ছিল তাদের কনভয়ে হামলার ছক। যার নেপথ্য নায় ছিল জঙ্গি আদিল আহমেদ দার। আজ পুলওয়ামা হামলার চতুর্থ  বর্ষপূর্তিতে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে অন্যান্য নেতা-মন্ত্রীরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন-

ট্যুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় তাদের জীবন উৎসর্গকারী সাহসী সৈন্যদের আমি শ্রদ্ধা জানাই। জাতি তাদের আত্মত্যাগকে কখনও ভুলতে পারবে না। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের বীরত্ব ও অদম্য সাহস সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে।

I pay homage to the brave soldiers who laid down their lives in the ghastly terror attack in Pulwama on this day in the year 2019. The nation can never forget their sacrifice. Their valour and indomitable courage will always remain an inspiration in the fight against terrorism.

পরিবহণমন্ত্রী নীতিন গড়করি লেখেন,

১৪ ফেব্রুয়ারী২০১৯-এ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারত মাতার সাহসী সৈন্যদের এবং তাদের বীরত্ব ও আত্মত্যাগকে লক্ষ লক্ষ প্রণাম।

শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তিনি লেখেন- পুলওয়ামা সন্ত্রাসী হামলার সাহসী শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।ভারত সর্বদা তার সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করবে।

 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লেখেন-

নৃশংস পুলওয়ামা সন্ত্রাসী হামলায় প্রাণ উৎসর্গকারী ভারত মাতার সাহসী পুত্রদের প্রতি বিনম্র শ্রদ্ধা!অমর সৈনিকদের আত্মত্যাগই জাতির সেবার সর্বোচ্চ দৃষ্টান্ত। জয় হিন্দ

 জম্মু ও কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্ণর লেখেন- 2019 সালে ভয়ঙ্কর পুলওয়ামা হামলায় প্রাণ হারানো সাহসী শহীদদের প্রতি শ্রদ্ধা। মাতৃভূমির জন্য তাদের বীরত্ব ও আত্মত্যাগ কখনই বিস্মৃত হবে না এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে