নয়া দিল্লি, ২০ ডিসেম্বর: সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকর (B.R. Ambedkar)-কে নিয়ে সংসদে অবমাননাকর কথা বলার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-র বিরুদ্ধে। চলতি শীতকালীন অধিবেশনে আম্বেদকরকে নিয়ে করা শাহ-র মন্তব্য দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। শাহ-র পদত্যাগের দাবি তুলে বেশ কিছু রাজ্যে বড় প্রতিবাদ করছে কংগ্রেস সহ দেশের বিরোধী দলেরা। শুক্রবার শাহ-র ইস্তফার দাবির আন্দোলনের ঝাঁঝ বাড়ালো কংগ্রেস। দিল্লির বিভিন্ন অংশে শাহ-র প্রতিবাদ মিছিল হল।
শাহ-র মন্তব্য আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে বলে পথে নেমেছে সমাজবাদী পার্টি, আরজেডি-র মত ইন্ডিয়া জোটের দলগুলি। দলের সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় সহ তৃণমূলের নেতা-সাংসদ-মন্ত্রীরা শাহ-র বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন। সংসদ চত্ত্বরে বিরোধী দলের নেতারা শাহ-র ইস্তফা নিয়ে দীর্ঘক্ষণ ধরে স্লোগান দিলেন।
শাহ-র পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ
#Delhi | Protesters Demand Shah's Resignation Over Ambedkar's Insult
The controversy over Home Minister Amit Shah's remarks on BR Ambedkar in Parliament continues. Protests against Shah and BJP erupted at Jantar Mantar, led by Bahujan groups.@atulhowale18 reports: pic.twitter.com/PC6yywhGgd
— The Wire (@thewire_in) December 20, 2024
সংসদে আম্বেদকরকে নিয়ে কী বলেছিলেন শাহ
গত মঙ্গলবার সংবিধান নিয়ে বিতর্কে অমিত শাহ বলেছিলেন, "এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ওরা ভগবানের নাম নিত, তাহলে ওদের সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত।"