নয়াদিল্লিঃ মধ্যপ্রদেশে অধ্যাপককে (Professor ) মারধরের অভিযোগ উঠল একদল ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) জেএইচ পিজি কলেজে (College)। নির্যাতিত অধ্যাপকের নাম নীরজ ধাকড়। এই কলেজেরই সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক তিনি। শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাসেই তাঁর উপর চড়াও হয় একদল ছাত্র। লাঠি দিয়ে শুরু হয় মারধর। এমনকী শেষে অধ্যাপকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়। গুরুতর জখম হন ওই অধ্যাপক। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেল রিপোর্ট নিশ্চিত করেছে যে অধ্যাপক ধাকরের মাথা, হাত ও পায়ে ফ্র্যাকচার হয়েছে। ঘটনার সূত্রপাত এক মাস আগে। কলেজের স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে অনু ঠাকুর নামে এক ছাত্রের সঙ্গে নির্যাতিত অধ্যাপকের ঝামেলা হয়। অনু বর্তমান ওই কলেজের প্রাক্তনী। জানা গিয়েছে, অনু অধ্যাপক ধাকরের অফিসিয়াল সিল এবং লেটারহেড অপব্যবহার করার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছিলেন, সেখান থেকেই দ্বন্দ্ব শুরু হয়। ব্যক্তিগত ঝামেলার জেরেই অধ্যাপকের উপর হামলা চালায় অনু ও তাঁর দলবল। হাসপাতালের বিছানা থেকে একটি বিবৃতিতে, অধ্যাপক ধাকর বলেন, “আমি ছাত্র প্রকল্প নিয়ে আলোচনা করছিলাম তখনই আমার উপর হামলা হয়। হঠাৎ পাঁচটি ছেলে প্রবেশ করে, লঙ্কার গুঁড়ো ছুড়ে দেয় চোখে এবং আমাকে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। আমি তাদের চিনতে পেরেছি; তারা অনু ঠাকুরের লোক। তাদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা। ” ইতিমধ্যেই পুলিশ খুনের চেষ্টার মামলা রুজু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
Madhya Pradesh Professor Attacked With Sticks, Chilli Powder After Argument With Student https://t.co/0mJWZlCRdt pic.twitter.com/jGa0M5THq4
— NDTV (@ndtv) June 15, 2024